‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় চারদিনব্যাপী আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপ-কর কমিশনারের কার্যালয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এর আগে, আয়কর পরিদর্শক জিয়াউর রহামনের সঞ্চালনায় নেত্রকোনার সহকারী কর কমিশনার ফয়সাল সাইফুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে জেলা প্রশাসক মঈনউল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জর্জ কোর্টের বিজ্ঞ পিপি ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট ইফতেখার উদ্দিন আহাম্মদ (মাসুদ), পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাফসির উদ্দিন খান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম এ হামিদ খান, আইনজীবী মোহাম্মদ শোয়াইব প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক