১৬ নভেম্বর, ২০১৯ ২১:৩৬

রংপুর বিভাগের ৮ জেলার চেম্বার সদস্যদের নিয়ে বিসিআই’র মতবিনিময়

রংপুর প্রতিনিধি

রংপুর বিভাগের ৮ জেলার চেম্বার সদস্যদের নিয়ে বিসিআই’র মতবিনিময়

পরিকল্পনার অভাব,গ্যাস সুবিধা ও বিনিয়োগ না থাকায় সম্ভবনা থাকার পরও শিল্পায়নে পিছিয়ে পড়ছে রংপুর অঞ্চল। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং রংপুর চেম্বারের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

আজ শনিবার দুপুরে রংপুর চেম্বার অডিটোরিয়ামে দিনব্যাপী মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বলেন, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা না থাকার পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা না পাওয়া এই অঞ্চলে শিল্পায়নের প্রধান অন্তরায়। পাশাপাশি গ্যাস সুবিধা না থাকায় বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উদ্যোক্তারা। ফলে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এ সময় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা শিল্প বিকাশে নানা সমস্যার কথা তুলে ধরেন। 

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী। এছাড়াও বিসিআই এর সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ ৮ জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর