রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় (একদিন বয়সী) এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে পশ্চিম নন্দিপাড়া তিতাস রোডের শহিদুলের পুকুর থেকে ভাসমান অবস্থায় নবজাতকটি উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স একদিন হবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতের কোনো এক সময় কে বা কারা পুকুরে মৃত অবস্থায় নবজাতকটি ফেলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল