মাদক বিরোধী টাস্কফোর্সের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে খুলনা জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘ডোপ টেস্ট’ কর্মসূচি শুরু হয়েছে।
আজ রবিবার প্রথম দিনে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাকসহ ৩০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর ডোপ টেস্ট করা হয়।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ও কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির।
সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাক বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই ডোপ টেষ্ট শুরু হয়েছে। শুরুতেই নিজেরা এই পরীক্ষা দেওয়ায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে সাড়া ফেলেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ