মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক মিলু এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে তার এককালীন সহকর্মী ও সাবেক মন্ত্রী নূর মোহম্মদ খান বলেন, মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক-জেলে-তাঁতী তথা গণমানুষের কণ্ঠস্বর। আজকের বাংলাদেশে এমন নেতার অভাব বড় বেশি অনুভব করি।
নূর মোহম্মদ বলেন, ব্রিটিশ উপনিবেশবাদ বিরোধী ও পাকিস্তানের সামরিক জান্তা বিরোধী স্বাধিকার সংগ্রামে ভাসানীর ভূমিকা আজও স্মরণীয়।
আলোচনায় অংশ নেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি কাজী মুনিরুল হুদা অ্যাডভোকেট, স্মৃতি সংসদের সহ-সভাপতি ন্যান্সি রহমান, সাবেক যুগ্ম জেলা জজ শামসুল আলম, ব্যবসায়ী আশরাফুল হক টিটু প্রমুখ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন নয়াপল্টন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মওলানা আমিনুল ইসলাম ।
এর আগে সকালে স্মৃতি সংসদের সহ-সভাপতি মওলানা ভাসানীর নাতি মাহমুদুল হক সানুর নেতৃত্বে স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তেুাষে মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন