নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা মসজিদ এলাকায় হতাহত পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে ঢাকার বিএম সাবাব ফাউন্ডেশন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবাবসহ স্থানীয়দের উপস্থিতিতে তললা মসজিদ এলাকায় ওই অনুদান পরিবারের মাঝে বিতরন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মাওলানা তালহা, মাওলানা রজিবুল ইসলাম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহিবুল ইসলাম সাবাব জানান, এর আগেও মসজিদে হতাহতদের হাসপাতালে গিয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল। আমরা মূলত অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ