রাজধানীর টিকাটুলিতে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে আহত অবস্থায় ঢামেক হাসাপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জাহিদুল রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরহাট গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের নাওজোর এলাকায় থাকতেন।
নিহত জাহিদুলের প্রতিবেশী ভাতিজা মোহাম্মদ আলী জানান, ট্রাকের লেবার হিসেবে কাজ করতেন তিনি। শুনেছি গত রাতে তিনি মানিকগঞ্জ থেকে ট্রাকে করে ইট নিয়ে টিকাটুলি এসেছিলেন। এরপর সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানি না।
বিডি প্রতিদিন/কালাম