রাজধানীর ভাটারা ও টিকাটুলিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন মো. রিপন (১৮) ও জাহিদুল ইসলাম (৩০)। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, ‘মরদেহ দুটটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
বাচ্চু মিয়া বলেন, ‘ভাটারার যমুনা ফিউচার পার্ক সংলগ্ন গেটের পাশে রাস্তা পার হচ্ছিলেন রিপন। তখন একটি ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপনের ঢাকা জেলার ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রামের আনসার আলীর ছেলে।
অন্যদিকে, গতকাল বুধবার দিনগত রাত পৌনে ৪টার দিকে টিকাটুলিতে দুর্ঘটনায় নিহত জাহিদের বাড়ি রংপুর মিঠাপুকুর উপজেলার ফকিরহাটে। জাহিদ গাজীপুর নাওজোর এলাকায় থাকতেন এবং ট্রাকে লেবারের কাজ করতেন। গত রাতে জাহিদ মানিকগঞ্জ থেকে ট্রাকে করে ইট নিয়ে ঢাকায় টিকাটুলি আসেন। এরপর সেখানে সড়ক দুর্ঘটনা নিহত হন।
বিডি-প্রতিদিন/শফিক