সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্র সমাজ। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ।
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েলের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের সাবেক ও বর্তমান ছাত্র নেতাকর্মীরা।
দেশে অব্যাহত খুন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বিদ্যমান আইন সংশোধনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন, সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, জামাল হোসাইন, অর্নব চৌধুরী, শাহারিয়ার রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ, আলামিন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত