গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পোশাককর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন, টাঙ্গাইলের ভুয়াপুর থানার বামনহাটা এলাকার গাজীয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার কালাগোনা এলাকার আব্দুস সামাদের ছেলে মো. হারুনুর রশিদ (৫০)। তারা দু’জনই গাজীপুরে বসবাস করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই মো. সাখাওয়াত হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের গাছা এলাকায় একটি সুয়েটার কারখানায় চাকরি করতেন আনোয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে আউটপাড়া এলাকার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন তিনি। পথে সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মহাসড়কের উপর ছিটকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের শ্রীরামপুর এলাকার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন হারুন। নাইট ডিউটি শেষে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথে জিরানী মোড় এলাকার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ ময়নাতদন্তের জন্য দু’জনের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতক গাড়িকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন