ঢাকা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছে কেন্দ্রীয় কৃষক লীগ। আজ ডেমরা বাজার সংলগ্ন বাওয়ানী স্কুলে প্রথমে পথসভা অনুষ্ঠিত হয়। পরে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করে নৌকার লিফলেট বিতরণ করেন।
এসময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, এই ঢাকা মহানগরে বাংলাদেশ কৃষক লীগের একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থান রয়েছে। প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা কৃষক লীগকে অনেক ভালবাসতেন। আমাদের প্রিয় নেত্রী ঢাকা-৫ শূন্য আসনে আলাহাজ কাজী মনিরুল ইসলাম মনু ভাইকে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমরা আমাদের সবস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। সকাল সকাল ভোটারদের ভোটকেন্দ্র নিয়ে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়াতে হবে। আমরা আশা করি ঢাকা-৫ উপ-নির্বাচনে আগামী ১৭ অক্টোবর নৌকা মার্কার প্রার্থী জয়লাভ করবেন ইনশাআল্লাহ।
কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার অসমাপ্ত কাজ সফল করার জন্য কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মনিরুল ইসলাম মনুকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আকবর আলী চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক মো. রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলাহাজ্জ আবদুল সালাম বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রব খান, গর যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ ৬৯ নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক মো. বিল্লাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন