বরিশালে ইয়াবা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সদস্য মিজানুর রহমানকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান আজ বিকেলে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ৭ অক্টোবর বিকেলে নগরীর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের আলম ওয়ার্কশপের সামনে থেকে মিজানুর রহমানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৬শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটকের পর মিজানুর নিজেকে ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগের সদস্য বলে পরিচয় দেন।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে বিএমপির বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মিজানুরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/আল আমীন