বরিশালের বাকেরগঞ্জে ৬ বছরের এক শিশু ধর্ষণ মামলায় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ৪ শিশুকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতের মধ্যে জামিনে মুক্তি দিয়ে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ এই নির্দেশ দেন।
আদালতের এই নির্দেশ বাস্তবায়নের জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল জেলা ও পুলিশ প্রশাসন, বরিশাল কেন্দ্রীয় কারাগার, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র এবং সেখানকার স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় আজ রাতের মধ্যে শিশু আদালতের নির্দেশ বাস্তবায়নের কার্যক্রম চলছে।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, হাইকোর্ট বৃহস্পতিবার রাতের মধ্যে ওই ৪ শিশুকে জামিনে মুক্তি দিয়ে তাদের অভিভাবকদের হেফাজতে পৌঁছে দেয়ার জন্য বরিশালের শিশু আদালতের প্রতি নির্দেশ দেন। রাত ১০টার দিকে বরিশাল শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ এক আদেশে ওই ৪ শিশুকে আইনী প্রক্রিয়ায় জামিন দিয়ে রাতের মধ্যে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন। আদালতের আদেশ বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ওই আদেশ পাঠানো হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে। বরিশাল থেকে যথাযথ ব্যবস্থায় যশোর গিয়ে সেখান থেকে ওই শিশুকে আনা অনেক সময়ের ব্যাপার। তাই সেখানকার প্রশাসন ও পুলিশের সহায়তায় বিশেষ ব্যবস্থায় কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ওই ৪ শিশুকে বরিশালে আনার প্রক্রিয় চলছে। যশোর থেকে আসতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। সে ক্ষেত্রে তাদের বরিশালে নিয়ে আসতে সকাল হয়ে যাবে। শিশুদের বরিশাল এনেই বাকেরগঞ্জে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এর আগে গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতের বিচারক মো. এনায়েতুল্লাহ ওই ৪ শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। ওই আদেশ বলে ওইদিন সন্ধ্যায় আদালত থেকে প্রিজন ভ্যানে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ। নেয়ার সময় শিশুদের গগন বিদারী চিৎকার সকলের হৃদয়ে নাড়া দেয়। এ সক্রান্ত সংবাদ বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকায় প্রকাশ হলে বিষয়টি হাইকোর্টের নজরে আসে। হাইকোর্ট বৃহস্পতিবার রাতের মধ্যে ওই ৪ শিশুকে জামিন দিয়ে তাদের অভিভাবকদের জিন্মায় পৌঁছে দেয়ার জন্য বরিশালের শিশু আদালতের প্রতি নির্দেশ দেন।
মামলার এজাহারে শিশু সাইদুল ইসলামের বয়স ১১ এবং সোলায়মান ইসলাম তামিম, হাফিজুল ইসলাম লাবিব ও শাওন হাওলাদারের বয়স ১০ বছর দেখানো হলেও দৃশ্যত তাদের বয়স ৭ থেকে ৯ বছরের মধ্যে। গত রবিবার ৪ অক্টোবর বিকেলে ৬ বছরে বয়সের কন্যা শিশু এক খেলার সাথীকে ধর্ষণের অভিযোগে তার বাবা ওই ৪ শিশুর বিরুদ্ধে গত মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পুলিশ মঙ্গলবার ৪ শিশুকে গ্রেফতার করে পরদিন বুধবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ