সিলেট, বেগমগঞ্জসহ সারা দেশে নারী নির্যাতন ও যৌন সহিংসতার প্রতিবাদে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শো-অফ টিম-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তানজিল রহমান (প্রতিষ্ঠাতা), সৈকত, আরিফ, প্রিন্স, শান্ত, বাপ্পি, সিজান ও সাকিব।
বক্তারা বলেন, ধর্ষককে শাস্তি দিলেই হবে না বরং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি টোটাল সিস্টেমের পরিবর্তন প্রয়োজন।
ধর্ষণের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য মাদক, পর্নোগ্রাফি, নৈতিক অবক্ষয়, ক্ষমতার অপব্যবহার ও পারিবারিক শিক্ষার অভাবকেও দায়ী করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই