ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের একটি ভোট কেন্দ্রের সামনে ১৭টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে ভোটারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন কয়েকজন ভোটার। এ ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছেন।
আজ বৃহস্পতিবার আব্দুল্লাহপুর মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টায় ভোট শুরুর পর সকাল ১০টা ৫৫ মিনিটে উত্তরার ৮ নম্বর সেক্টরের মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের সামনে অনেকগুলো ককটেল ছোড়া হয়। এর মধ্যে ১৭টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
এসময় আতঙ্কে ভোটারটা দিক-বিদিক ছুটতে শুরু করলে পড়ে গিয়ে কয়েকজন আহত হন। পরে অবিস্ফোরিত ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘটনার পরপর মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। তিনি বলেন, আমার প্রতিপক্ষ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বিরত রাখতে চান। কারণ তারা জানেন যে মানুষ নৌকায় ভোট দেবে, ধানের শীষে নয়।
ককটেল বিস্ফোরণ ঘটনার বিষয়ে জানতে চাইলে এ কেন্দ্রে দায়িত্বরত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে সেখানে উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তা আলিম জানান, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।
বিডি প্রতিদিন/আবু জাফর