বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর ভেদুরিয়া গ্রামের চর পাওয়ার চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগে ২টি ড্রেজার সহ ২ শ্রমিককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পরে তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ২ শ্রমিক হলেন, ওই এলাকার আফসু মিয়া (৩০) এবং কুদ্দুস মিয়া (৩২)। এরপরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর ভেদুরিয়া গ্রামে চন্দ্রমোহন নদী সংলগ্ন চর পাওয়ার চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার খবর পেয়ে র্যাবের সহযোগীতায় সেখানে অভিযান চালায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ওই দুইজনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় দুটি ড্রেজার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক দুই শ্রমিককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/আবু জাফর