ঝালকাঠি ইকো পার্কে ছাত্র অধিকার পরিষদের কর্মীসভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ।
শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সদস্য আবু সাঈদ মুসা, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাদিউর নাজিম মুন্না, সুজন ইসলাম, আব্দুল্লাহ খান, মো. আখছার ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গত শুক্রবার বিকেলে ঝালকাঠি ইকোপার্কে ছাত্র অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার এক কর্মীসভায় বিনা উস্কানীতে হামলা চালায় ছাত্রলীগের দুর্বৃত্তরা। এতে ছাত্র অধিকার পরিষদের ৪ কর্মী আহত হয়। তাদের মধ্যে ২জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আগামী শুক্রবারের মধ্যে ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের সভায় হামলাকারীদের গ্রেফতার করা না হলে ঢাকাসহ দেশে ছাত্র ও যুব অধিকার পরিষদ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে বিক্ষোভ সমাবেশে হুশিয়ারী দেয়া হয়।
মানববন্ধন শেষে একই দাবিতে সদর রোড খেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে তাদের বাধা দেয় পুলিশ। এ কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি ছাত্র ও যুব অধিকার পরিষদ।
বিডি প্রতিদিন/হিমেল