উপকেন্দ্র মেরামত কাজের জন্য রাজধানীর গুলশান, মিরপুর ও আগারগাঁওয়ের বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কারণ, আগারগাঁওয়ের নতুন উপকেন্দ্র, মিরপুর ডিওএইচএস উপকেন্দ্র, গুলশান-১ উপকেন্দ্রে এবং দক্ষিণখান উপকেন্দ্রের মেরামত কাজে হাত দিয়েছে ডেসকো।
এজন্য মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি এভিনিউ, গুলশান-১ এর ২৩, ২৪, ২৭, ২১, ৩০, ২৮ নম্বর সড়ক, কয়েকটি রোডে বিদ্যুৎ বন্ধ রয়েছে।
এ ছাড়া পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকির মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিইডি জোনাল অফিস, বারেক মোল্লার মোড়, কাশেমের দোকান, উত্তর পীরেরবাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া আনন্দ বাজারসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ নেই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ