চকবাজার থানার অস্ত্র মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি আর রবিবার এ আদেশ দেন। দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার তাদের কারাগারে পাঠানো হয়। আজ আইনজীবী প্রাণনাথ তাদের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
এর আগে, র্যাব গত ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দু’টি করে পৃথক চারটি মামলা দায়ের করে। এই দুই মামলায় প্রত্যেকের ১৪ দিন করে রিমান্ড চাওয়া হয়। এরপর গত ৮ নভেম্বর গ্রেফতার দেখিয়ে তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক