ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, দেশে করোনার শুরু থেকেই মানুষের মনে আতঙ্ক ছিল, তবে আমি পরিচালক হিসেবে এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তাছাড়া পরিচালক পদে দায়িত্বপালনকালে করোনার শুরু থেকে আমি এখন পর্যন্ত করোনা পরীক্ষা করাইনি। আজ হাসপাতালে আমার শেষ দিন, যাওয়ার আগে করোনা পরীক্ষা করিয়ে যাবো।’
রবিবার ঢামেক হাসপাতালে অবস্থিত বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিদায়ী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি কোভিড-১৯ কে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং বন্ধের দিনও হাসপাতালে এসে চিকিৎসক, কর্মচারীদের সাথে কাজ করেছি। আমাদের হাসপাতালের অনেক চিকিৎসক রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া অনেক কর্মকর্তা কর্মচারীরাও করোনায় আক্রান্ত হয়েছে।’
এ কে এম নাসির উদ্দিন বলেন, আমি কোভিড-১৯ পরীক্ষা করিনি, যেহেতু আমি ঢামেকের পরিচালক আমার যদি করোনা পরীক্ষার পরে পজেটিভ রিপোর্ট আসতো তাহলে আইসোলেশনে থাকতে হতো, তখন হাসপাতালের পুরো কার্যক্রমকে পরিচালনা করবে, এই কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালের সকলকে নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার চেষ্টা করেছি।
ব্রিগেডিয়ার নাসির জানান, ঢামেকের ৫০তম পরিচালক হিসেবে যোগদানের পর থেকে হাসপাতালের জরুরি বিভাগসহ সব বিভাগেই উন্নত করা হয়েছে। অনেকগুলো নতুন বিভাগও চালু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ, সহকারী পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন ও বিএমআরএ এর সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বাবুসহ সংগঠনের সকল নেতারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন