২১ জানুয়ারি, ২০২১ ১২:৫৮

সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে 'Dhaka 92'

অনলাইন ডেস্ক

সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে 'Dhaka 92'

প্রতিবছর আমাদের দেশে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের দুর্ভোগ চরমে ওঠে। এইসব সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের পাশে থাকতে ১৯৯২ সালের এসএসসি উত্তীর্ণ বন্ধুদের নিয়ে গঠিত ফেসবুক গ্রুপ 'Dhaka 92' বেশকিছু উদ্দ্যেগ গ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে গ্রুপটির বেশকিছু বন্ধু এবং এডমিনদের সহযোগিতায় গত ৮ই জানুয়ারী থেকে রাজধানী ঢাকা এবং বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয় যা এখনও চলমান আছে।

ই ব্যাপারে গ্রুপের এডমিনরা জানান, 'Dhaka 92' সবসময় কিছু না কিছু সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। এর আগেও কোভিড-১৯  প্রতিরোধে গ্রুপটি ঢাকা এবং বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। এছাড়াও গ্রুপটির সদস্য সকল বন্ধুদের যেকোন ধরনের সাহায্য সহযোগিতায় সবসময় স্বচেষ্ট আছে।

এর আগেও গ্রুপের এক আর্থিক অস্বচ্ছল বন্ধুর মৃত্যুতে গ্রুপটির সকল বন্ধুদের সহযোগিতায় একটি বড় ফান্ড সংগ্রহ করে সেই বন্ধুর পরিবারের কাছে সেই অর্থ গ্রুপটির এডমিনরা হস্তান্তর করে। 'Dhaka 92' এর এডমিনদের আশা তাদের এই ধরনের কর্মকাণ্ড সবসময় অব্যাহত থাকবে এবং এই ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য করেন তারা।

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর