রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর বিভাগে সাংগঠনিক সফর শুরু করেছেন। রোববার দুপুরে পীরগঞ্জের লালদীঘি ফতেপুর গ্রামে জয় সদনে পৌঁছান তিনি। এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সাংগঠনিক সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে তিনি প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তাবক অপর্ণ ও ফাতেহা পাঠ করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মাহাবুবুর রহমান আঁকা, বগুড়া পৌর আ’লীগ নেতা সুপান্থ মল্লিক, এস এম জোবায়দুল ইসলাম আসাদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য জাহিদ হাসান রাতুল, বগুড়া জেলা চাউল কল ব্যবসায়ী নেতা আহমেদ শফি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মন্ডল খলিল, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আ’লীগের সহসভাপতি এনামুল হক শাহীনসহ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এরপর তিনি সাংগঠনিক সফরে লালমনিরহাট জেলার উদ্দেশ্য রওনা হন।
বিডি প্রতিদিন/হিমেল