রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় আব্দুর হালিম পাটুয়ারী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির বাড়ি চাঁদপুর কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের। তিনি তিন সন্তানসহ পরিবার নিয়ে মধ্য বাড্ডা হাজী বাড়ী মোড় এলাকায় থাকতেন।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে মধ্য বাড্ডা পোস্ট অফিস রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ছেলে আহসান হাবিব জানান, তার বাবা আব্দুর হালিম এলাকায় মিষ্টির ব্যবসা করতেন। প্রতিদিনের ন্যায় সকাল ছয়টার দিকে তিনি বাসা থেকে বের হন। স্থানীয়দের মাধ্যমে শুধু এটুকু শুনতে পেরেছি কোনো একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল। তবে এর বেশি কিছু আর বলতে পারছি না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত