রংপুরের ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তিনজনকে জবানবন্দি শেষে আইনজীবীদের মাধ্যমে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক একেএম হাফিজুর রহমান এই আদেশ দেন।
এর আগে, ওই তিনজনকে রাত সাড়ে ৯টার দিকে বিচারক একেএম হাফিজুর রহমানের এজলাসে পাঠানো হয়। আদালত জবানবন্দি শেষে আইনজীবীদের মাধ্যমে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়ার আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত কারণে গাইবান্ধা জেলার ত্রিমোহনী এলাকায় এক বন্ধুর বাড়িতে কয়েকদিন আত্মগোপন করেছিলেন তিনি ও তার সঙ্গীরা। তবে ব্যক্তিগত কারণটা কী তা বলতে অপরগতা প্রকাশ করেন পুলিশ। শুক্রবার বিকালে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
কোন সূত্র ধরে তাদের উদ্ধার করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, পারিবারিক একটি সূত্র ধরেই তাদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই