গাজীপুরের টঙ্গী আরিচপুর বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার রাতে তাদের টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-টঙ্গীর আরিচপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আরিফুল ইসলাম বাপ্পি (২৭), একই এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে সোহেল হাউলাদার (৩৪), চাঁদপুর জেলার আবু তাহেরের ছেলে নূর হোসেন সাগর (২১) ও জামালপুর জেলার মেলান্দাহ থানার শ্যামপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে হিরা মিয়া (২৪)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও অস্ত্র আইনে টঙ্গী পূর্ব থানায় তিনটি মামলা দায়ের করে র্যাব।
র্যাব জানায়, একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিসহ দুটি পিস্তল, ১ হাজার ৪০০ পিস ইয়াবা, একটি ল্যাপটপ, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল, আটটি মোবাইল ও নগদ ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই