রাজধানীর মিরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর কলেজের পেছনে পড়ে থাকা একটি নীল রঙের ড্রাম থেকে বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর ড্রামের ভেতরে ভরে ঘাতকেরা ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে কে বা কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনে কাজ চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম