আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণে আজ শুক্রবার আবার বৈঠকে বসছে বিএনপির নেতৃত্ব।
বিকেল ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠক চলবে আগামীকাল শনিবারও। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা মঞ্চে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীদের নেতাদের নিয়ে বৈঠক শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। দুই দিনে দুই শর বেশি পেশাজীবী এতে অংশ নেবেন। বিকেল ৩টায় শুরু হয়ে বৈঠক চলবে রাত পর্যন্ত। বৈঠকে পেশাজীবীরা যে পরামর্শ দেবেন তা লিপিবদ্ধ করবেন তিনসহ দপ্তর সম্পাদক।
জানা গেছে, দুই দিনে বিএনপিপন্থী অন্তত ২৫টি পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেবেন। তাঁদের আমন্ত্রণ জানিয়ে গত বুধ ও বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে।
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, 'সব পেশাজীবী সংগঠনের সমানসংখ্যক প্রতিনিধি অংশ নেবেন না। তবে বৈঠকে ড্যাবের ১২ জন নেতা অংশ নেবেন।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন