রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হয়। তার এই পদে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে।
মোহাম্মদ আলী কামাল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় রাতে তাকে মিষ্টিমুখ করান নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন