১৯ জানুয়ারি, ২০২২ ১৭:১২

করোনার টিকা নিয়েছেন রংপুর বিভাগের ৭২ শতাংশ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনার টিকা নিয়েছেন রংপুর বিভাগের ৭২ শতাংশ শিক্ষার্থী

রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত ৭২ শতাংশ শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ মতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায় শতভাগ টিকা দেয়া সম্ভব হবে। এদিকে করোনা সংক্রমণের হার ২১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে দেড় কোটির কিছু বেশি মানুষের বসবাস। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে এ পর্যন্ত এক কোটি ৬০ লাখ ২০ হাজার ৬ ডোজ টিকা দেয়া হয়েছে। অপরদিকে রংপুর বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে ১৬ লাখ ২৮ হাজার ২৯২ জন। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত টিকা নিয়েছেন ১১ লাখ ৬৫ হাজার ৬৭৯ জন। শিক্ষার্থীদের টিকা গ্রহণের হার ৭২ শতাংশ। গত নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে। 

এদিকে করোনা সংক্রমণর হার প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ছিল ২১ দশমিক ২৯ শতাংশ। ৪৬৫ জনের পরীক্ষা করে ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর মোট ৩ লাখ ১০ হাজার ৪৯৫ জনের দেহে করোনা পরীক্ষা করে ৫৬ হাজার ১৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের মৃত্যু না থাকলেও এ পর্যন্ত একহাজার ২৫২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন বলেন, শিক্ষার্থীদের মাঝে টিকা গ্রহণের আগ্রহ থাকায় এ পর্যন্ত ৭২ শতাংশ শিক্ষার্থীকে টিকা দেয়া সম্ভব হয়েছে। খুব দ্রুত শতভাগ লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে। তিনি তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর