২০ মে, ২০২২ ০৫:১১

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আটক

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর আগে র‌্যাব স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন (২৪) সাঈদীকে আটক করে।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাঈদী ও পরে র‌্যাবের কাজে বাধা দেওয়ায় জোবায়েরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান শেষে সাঈদীকে নিয়ে র‌্যাব সদস্যরা রাস্তায় বের হলে জোবায়ের আহাম্মেদের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন মিলিত হয়ে সাঈদীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা র‌্যাবের আভিযানিক দলের উপর সশস্ত্র আক্রমণ করে। তখন র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ও সরকারি দায়িত্ব পালনের জন্য হামলাকারীদের নেতৃত্বদানকারী জোবায়েরকে আটক করে।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, আটক সাঈদী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ স্বীকার করেছেন। জোবায়েরের নেতৃত্বে আক্রমণে রাবের ২ সদস্য আহত হয়েছেন। আহত র‌্যাব সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাঈদী ও জোবায়ের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর