২৮ নভেম্বর, ২০২২ ১৭:৪৩

বরিশাল বোর্ডে পাস ও জিপিএ’তে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বোর্ডে পাস ও জিপিএ’তে এগিয়ে মেয়েরা

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি’তে পাসের হার ৮৯.৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন। 

সোমবার দুপুর দেড়টায় বরিশাল শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি বলেন, এবার পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯১.১৬ ভাগ। ছেলেদের পাসের হার ৮৭.৯৬ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ১৮৭ জন মেয়ে এবং ছেলে ৩ হাজার ৮৮১ জন। 

এবার বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। এর মধ্যে ছেলে ৪০ হাজার ৪৩৫ জন এবং মেয়ে ৪৪ হাজার ৫৭৯ জন। পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ৯৪ হাজার ৮৭১ জন। 

এদিকে পরীক্ষার ফল ঘোষণার পর স্কুল গুলোতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। ভালো ফলাফল করায় শিক্ষক এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। 

সন্তানদের ভালো ফলাফলে খুশি অভিভাবকরাও। এই সাফল্যের কৃতিত্ব সন্তানদেরই দিয়েছেন তারা।

২০২১ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০.১৯ ভাগ এবং ২০২০ সালে ছিল ৭৯.৭০ ভাগ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর