বরিশাল জেলার গৌরনদী উপজেলা ও পৌর শাখা এবং আগৈলঝাড়া উপজেলায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে ওই দুই উপজেলা ও পৌর কমিটিতে পদ বঞ্চিতদের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফজাল হোসেন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবুল হোসেন লাল্টু, মঞ্জুর হোসেন মিলন, শরীফ স্বপন, কাজী সরোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল অর্থের বিনিময়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি গঠন করেন।
তাদের অভিযোগ কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা ১/১১ এর সংস্কারপন্থী, জাতীয় পার্টি থেকে আসা ও ব্যবসায়ী। গৌরনদী উপজেলা কমিটিতে দুজন প্রবাসী ও রয়েছে। অপরদিকে বিগত দিনে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মামলা, হামলার শিকার হয়েছেন তাদের এসব কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তারা বিতর্কিত এসব কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
গত ৮ জানুয়ারি কবির তালুকদারকে আহ্বায়ক ও বশির আহমেদ পান্নাকে সদস্য সচিব করে আগৈলঝাড়া উপজেলা বিএনপির কমিটি, সরোয়ার হোসেন বিপ্লবকে আহ্বায়ক ও জহির সাজ্জাদ হান্নানকে সদস্য সচিব করে গৌরনদী উপজেলা কমিটি এবং জাকির শরীফকে আহ্বায়ক ও ফরিদ মিয়াকে সদস্য সচিব করে পৌর কমিটি করা হয়।
বিডি প্রতিদিন/এএ