২২ এপ্রিল, ২০২৩ ০২:২৪

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় নওশীন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নওশীনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রাহাত বলেন, ঈদের শপিং করার জন্য আমার বান্ধবী নওশীনকে নিয়ে তিলপা পাড়ার বাসা থেকে ওয়ারীতে যাওয়ার সময় বঙ্গভবনের পেছনের তিন রাস্তার মোড়ে আসলে একটি দ্রুতগামী ট্রাক আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নওশীন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নওশীনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মতিঝিল থানাকে জানিয়েছি। খবর পেয়ে নিহত নওশীনের পরিবার ঢাকা মেডিকেলে এসেছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর