বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘সিটি করপোরেশন একটি রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান। সকল ধরনের মানুষের সেবা দেয়াই করপোরেশনের কাজ। আগামী প্রজন্মের জন্য নতুন বরিশাল গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহৎ উদ্দেশ্যে আমাকে বরিশাল পাঠিয়েছেন। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশন জনগনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’
গত বুধবার রাতে নগরীর সদর রোডের নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে ইজিবাইক সংগ্রাম পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইজিবাইক সংগ্রাম পরিষদের ২ নম্বর ওয়ার্ড সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় খোকন সেরনিয়াবাত আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ভবিষ্যৎ দেখতে পান। তিনি দেশবাসীর অনুভূতি বুঝতে পারেন। যে কারণে বরিশালবাসীর জন্য গুরু দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন। আমি আমৃত্যু বরিশালবাসীর পাশে থেকে কাজ করে যাবো। নতুন বরিশাল গড়বো এটাই হোক আমাদের অঙ্গীকার।’এ সময় নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আফজালুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, কেবিএস আহম্মেদ কবির ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা খান আলতাফ হোসেন ভুলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল