শিরোনাম
৩ জুন, ২০২৩ ১৬:৩৩

বরিশালে নিরাপদ কর্মস্থল স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নিরাপদ কর্মস্থল স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ক কর্মশালা

বরিশালে সবার জন্য নিরাপদ কর্মস্থল স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন শুভ সংস্থার আয়োজনে নগরীর বগুড়া রোডের একটি কনভেনশন হলে এই কর্মশালার আয়োজন করা হয়। 

বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান।

অগ্নিনির্বাপন সচেতনামূলক বিষয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন, জয় বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক আ. ছালাম, জাগো নারী ফাউন্ডেশন নির্বাহী পরিচালক কহিনুর রেজভী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পূস্প রানী চক্রবর্তী, সনাক বরিশালের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শুভ সংস্থার নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা। 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হুমায়ুন শাহিন খান বলেন, দৈনন্দিন জীবনে সকল কাজে সচেতন হতে হবে। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কাজগুলো এড়িয়ে নিজেকে রক্ষা করতে হবে। সচেতনতার বিকল্প নাই। এ জন্য যুব সমাজকে অগ্রনী ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৩০টি সংগঠনের কয়েক শ’ যুব সদস্য অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিনিধি/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর