রাজশাহীতে ভারতীয় ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর বর্ণালীর মোড়ে রাজশাহী ভারতীয় ভিসা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পাবনার ইশ্বরদী উপজেলার সিভিলহাট তালতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. জমির (৩৪) ও একই উপজেলার পেয়ারাখালী এলাকার শাহ আলমের ছেলে মো. সুমন (২৫)।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, তারা ব্যবসায়ী হিসেবে ৫ বছরের ভিসার জন্য আবেদন করেছিলেন। সোমবার ভিসার আবেদন জমা দিতে আসলে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় সন্দেহ হয়। এরপর জমিরকে জিজ্ঞাসাবাদ করলে সে জাল কাগজপত্র দেওয়ার কথা স্বীকার করে। পরে সুমনও জাল কাগজপত্র দেওয়ার কথা স্বীকার করে। তারা জানায়, কামাল নামের এক ভিসা দালালের কাছে ৮ মাস ধরে ঘুরে ঘুরে তারা সোমবার আবেদন জমা দিতে এসেছেন। ভিসার জন্য তারা টাকার বিনিময়ে চুক্তি করেন।
তিনি আরও বলেন, এর আগেও তারা জাল ডকুমেন্ট দিয়ে ব্যবসায়ী হিসেবে ভিসা নিয়েছেন। তাদের দুইজনের ৬টি করে ১২টি পাসপোর্ট আছে। একাধিকবার ভারত গেছেন। জালিয়াতির অভিযোগ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভিসার জন্য জাল ডকুমেন্ট ব্যবহারের জন্য দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি এই চক্রের সঙ্গে কারা জড়িত সেটিও খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
উন্নয়ন কর্মী সুব্রত পাল বলেন, ভিসা পেতে যারা জাল ডকুমেন্ট সরবরাহ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। কিছু লোকের কারণেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। যা দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিডি প্রতিদিন/এমআই