রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় নির্মাণাধীন ভবনে খালি ক্যামিক্যালের ড্রাম (থ্রিনারের) বিস্ফোরণে চার নির্মাণ শ্রমিক দগ্ধ হয়েছে। তারা হলেন রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), স্বরলাল দাস (৪৫) ও মোজাফ্ফর (২৬)। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
উদ্ধারকারী লেবার সর্দার শফিকুল ইসলাম বলেন, তালতলা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে, ক্যামিক্যালের একটি খালি ড্রাম পানির রাখার জন্য আনা হয়েছিল, শ্রমিকরা ঐ ড্রামের মুখটি কাটার সময়ে বিস্ফোরিত হয়ে আগুন লেগে তারা দগ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আনা হয়েছে। তিনি আরও বলেন, ভবনটির বেজমেন্টে এর কাজ চলছিল। শ্রমিকরা ঐ নির্মাণাধীন ভবনের পাশেই থাকতো।
সত্যতা নিশ্চিত করেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম। তিনি বলেন, দগ্ধদের মধ্যে রবিনের ২২ শতাংশ, রফিকুল ইসলাম এর ৪৩ শতাংশ দগ্ধ হয়, বাকি দুজন স্বরলাল দাস ও মোজাফফর সামান্য দগ্ধ হয়। এদের মধ্যে দুজনকে ভর্তি দেয়া হয়েছে। বাকি দুজন অবজারভেশনে রয়েছে।
বিডি প্রতিদিন/এএ