এ সরকারের আয়ু কাল বেশি দিন থাকবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আবারও মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শুক্রবার বিকেলে বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বুলু।
বরিশাল সদর উপজেলার চরমোনাই বার্ষিক মাহফিলে জুমার নামাজ আদায় শেষে ঢাকায় ফেরার পথে যাত্রা বিরতিকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বরকত উল্লাহ বুলু বলেছেন, ২০১৮ সালে এবং ২০২৪ সালের ৭ জনুয়ারি বিএনপিসহ ৬২টি দলের নির্বাচনে না যাওয়া এবং ভোট কেন্দ্রে জনগণের না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা দেশের জনগণকে বলেছি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। দেশের মানুষ আমাদের কথায় সাড়া দিয়ে কেউ ভোট কেন্দ্রে যায়নি। এটা আমাদের দলের আন্দোলনের বড় সফলতা।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনগণের মধ্যে থেকে নতুন করে অন্দোলনে নামার জন্য সাড়া পড়তে শুরু করেছে। দেশের ইতিহাসে আমরা সু-শৃঙ্খল ও অহিংস আন্দোলন করেছি যা বিগত দিনে কোনো দল করেনি। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ভণ্ডুল করার জন্য সরকারি বাহিনী গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ব্যবহার করেছে। একই সময়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের ২৭ হাজার নেতাকর্মীকে আটক রেখে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। এ সরকারের আয়ু কাল বেশি দিন থাকবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আবারও মাঠে নামার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমতউল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সদস্য সচিব আখতার হোসেন মেবুল, মহানগর বিএনপি সদস্য নুরুল আলম ফরিদ সহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত