বিরোধী দলের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। শনিবার দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ করা হয়।
গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার সমন্বয়ক ও জেএসডি রংপুর জেলার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেএসডি রংপুর মহানগরের নেতা এবিএম মশিউর রহমান, সাদেক হোসেন জিহাদী ও নাগরিক ঐক্য রংপুর জেলার সভাপতি জিএম রহমতুল্লাহ।
আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন রংপুর জেলার সমন্বয়ক তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোফাকখারুল মুন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার সমন্বয়ক চিনু কবির, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার সদস্য অ্যাডভোকেট রায়হান কবীর, জেলা দপ্তর সমন্বয়ক কনক রহমান, জেলা রাজনৈতিক সমন্বয়ক জুবায়ের আলম জাহাজী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই