২৫ মে, ২০২৪ ০৩:২০

রাজধানীতে ৬৫ বোমাসহ গ্রেফতার সেই তিন আসামি রিমান্ডে

অনলাইন ডেস্ক

রাজধানীতে ৬৫ বোমাসহ গ্রেফতার সেই তিন আসামি রিমান্ডে

আসামি ফাহিম রহমান আব্দুল্লাহ, মিলন ও আকুল মিয়া

রাজধানীর পূর্ব বাড্ডা টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ গ্রেফতার তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ফাহিম রহমান আব্দুল্লাহ, মিলন ও আকুল মিয়া।

শুক্রবার (২৪ মে) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সহকারী পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন মুন্সী বিস্ফোরকদ্রব্য আইনের মামলার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে জামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ মে রাতে রাজধানী ঢাকার পূর্ব বাড্ডার টেকপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এ সময় গ্রেফতার করা হয় তিনজনকে। এ ঘটনায় র‌্যাব-৩ এর পরিদর্শক (শহর ও যানবাহন) রফিকুল ইসলাম বাড্ডা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর