চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিপ্রত্যাশী একদল শিক্ষার্থী। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা৷
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত আটটা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।
অবস্থান কর্মসূচির শুরুতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা।
বিডি প্রতিদিন/এএ