ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বগুড়া জেলার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরাম ঢাকার (বিজেএফ) নবগঠিত কমিটি অভিষেকের মধ্যদিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁয় সংগঠনের নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজেএফ-এর প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক করতোয়ার বিশেষ প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আহমেদ অটলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজেএফ সভাপতি এহসান পারভেজ ও সাধারণ সম্পাদক হাবিব রহমান নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন ও সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করেন।
বক্তব্য দেন বিশেষ অতিথি ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ অ্যান্ড ওয়ান ফার্মা লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সংগঠনের উপদেষ্টা মাহমুদ হাসান ও উত্তম চক্রবর্তী প্রমুখ। পরে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত