কারাবন্দি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শুক্রবার বাদ জুমআ রাজধানীর মতিঝিল এলাকায় ইশরাকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ওয়ারী থানা ছাত্রদল।
মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি এবং আর কে মিশন রোড প্রদক্ষিণ করে ব্রাদার্স ক্লাব এলাকায় গিয়ে এসে শেষ হয়।
মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ওয়ারী থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ইসলাম নাঈম, যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন মুন্না, ৩৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক আবুল বাশার, ৪১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক, ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আকাশসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিডি-প্রতিদিন/বাজিত