সেবার মান উন্নত করার লক্ষ্যে ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার রাজউক ভবনের নিচতলায় এই সার্ভিস উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।
উদ্বোধনকালে রাজউক চেয়ারম্যান বলেন, আমি ঢাকা নগরবাসী ও সকল সেবাপ্রার্থীর এই নতুন সেবা ব্যবহার করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এর মাধ্যমে সেবাপ্রার্থীরা তাদের জিজ্ঞাসা এবং প্রয়োজনগুলো আরও কার্যকরভাবে সমাধান করতে পারবেন। ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারের মাধ্যমে এস্টেট ও ভূমি, উন্নয়ন নিয়ন্ত্রণ, পরিকল্পনা ও প্রশাসন ক্ষেত্রে সেবা প্রদানে সহায়ক হবে। একদল অভিজ্ঞ কর্মকর্তার দ্বারা এই সেন্টারটি পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
বিডি প্রতিদিন/একেএ