রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছুরিকাঘাতে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ ইউসুফ সাধু (৪০)।
জানা গেছে, ইউসুফ সাধুর বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পক নগর গ্রামে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউসুফ সাধুর ছেলে ইমরান হোসেন বলেন, রাতে আমার বাবা অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। বাসাবো ফ্লাইওভারের নিচে কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
তিনি বলেন, আমরা ধারণা করছি- অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এটা নিতে না পারায় ছিনতাইকারীরা তাকে হত্যা করে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ