গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
কাপাসিয়া থানার এসআই অমল চন্দ্র সরকার জানান, শনিবার দুপুরে ওই এলাকার লোকজন পুরাতন ব্রহ্মপুত্র নদে পানিতে লাশটি ভেসে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির লাশের পঁচন ও পোকায় খাওয়ায় ধারণা করা হচ্ছে ৫/৬ দিন পূর্বে পানিতে ডুবে মারা যায়। লাশের পরনে চেক লুঙ্গি থাকলেও শরীরে কোন কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত