রংপুর জেলার শান্তি শৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফ উদ্দিন।
রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেন, আমরা সকলে ইনসাফ প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করবো। আল্লাহ অবিচারকে ঘৃণা করেন। আমি অবিচারের বিরুদ্ধে আমার ছোট পরিসরে কাজ করে যেতে চাই। আমরা সবাই মিলে কাজ করবো।
তিনি বলেন, প্রতিটি অপরাধী তার জীবদ্দশায় শাস্তি পেয়ে যায়। এর মধ্যে কোনো ভুক্তভোগী সেটি দেখতে পায়, আবার কেউ দেখতে পায় না। আমরা রংপুর থেকে মাদক, সন্ত্রাস দূর করে শান্তির জেলা প্রতিষ্ঠা করতে চাই। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ নতুন বাংলাদেশকে টেকসই করতে সবার সহযোগিতা চান।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রাজিয়া সুলতানা, ইফতেখায়ের আলমসহ গণমাধ্যমকর্মীরা।
বিকেলে তিনি কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান। সেখানে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেওয়াসহ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় আবু সাঈদের পরিবারের কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন নবনিযুক্ত পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/এমআই