সাভারের আমিনবাজারে ফুয়াদ ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত ও তার ছেলে আশিকের (২) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই ফুয়াদের গরুর খামারের রাখাল জয় (৩০) পলাতক রয়েছে।
সোমবার দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে ওই দুইজনের অর্ধগলিত ও খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহতরা হলেন বাবা ফুয়াদ ইসলাম ও তার ছেলে আশিক। তারা সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকার রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর বলে জানা যায়।
স্থানীয়রা বলেন, ফুয়াদ আমিনবাজার বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে একটি গরুর খামার ছিল। ফুয়াদ ওই খামারের পাশেই পরিবার নিয়ে বসবাস করতেন। আজ দুপুরে স্থানীয়রা অর্ধগলিত ফুয়াদের মরদেহ ও তার ছেলের খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, দুই মরদেহের সন্ধান পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল