রংপুরে কোটা আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ দাফনের ৪৪ দিন পর আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই খালিদ উদ্দিনসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বলেন, যেহেতু লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে আদালতে মামলা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশটির ময়নাতদন্তসহ পুনরায় কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি করপোরেশনের সামনে কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ। গত ২০ আগস্ট নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এমআই