ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়। রাজারবাগ থেকে শান্তিনগর ও কাকরাইল দিয়ে সেগুনবাগিচা হয়ে প্রতিবাদ মিছিলটি প্রেসক্লাবের সামনে আসে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সাবেশ হয়।
সমাবেশ শেষে অবিলম্বে বাংলাদেশবিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।
পরে এই ৬ দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রতিবাদলিপি দেন তারা।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির দাবিগুলো হলো—
১) অবিলম্বে বাংলাদেশবিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করতে হবে।
২) ভারতে বাংলাদেশ হাই কমিশন, উপ হাই কমিশনসহ সকল বাংলাদেশি স্থাপনার সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।
৩) শেখ হাসিনার সকল অপ-তৎপরতা বন্ধ করুন এবং চাহিবামাত্র তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিন।
৪) সীমান্তে হত্যা বন্ধ করুন।
৫) হাসিনা-মোদির গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। ট্রানজিট, বিদ্যুৎসহ সকল বৈষম্যমূলক চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি।
৬) বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন জরুরি। এখন সময় এসেছে স্বাস্থ্য সেবায় আত্মনির্ভরশীল হওয়ার। সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আবেদন জানাচ্ছি জরুরি ভিত্তিতে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করুন, দেশে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলুন।
বিডি প্রতিদিন/জুনাইদ